রত্ন পাথরের কার্যকারিতা বা উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সকলেই অবগত । শারিরীক অক্ষমতা, মানুষিক অসুস্থতা ও অর্থনৈতিক সচ্ছলতার জন্য আমরা অনেকেই বিভিন্ন ধরণের রত্ন পাথর আংটি ব্যবহার করে থাকি।সবকিছু করার মালিক একমাত্র আল্লাহ্। আমরা কেবলমাত্র ওছিলা হিসাবেই রত্ন পাথর ব্যবহার করতে পারি।
নীলা একটি মহারত্ন। কয়েক প্রকার নীলার মধ্যে উজ্জ্বল নীল আভাযুক্ত নীল রং এর নীলাই শ্রেষ্ঠ।
উপকারিতা : জ্যোতিষ শাস্ত্রে যখন কাজে কর্মে বাধা বিপত্তি, হতাশা,নিরাশা,উন্নতিতে বাধা, আইনগত জটিলতা, করাবাস, শিল্প কলকারখানায় জটিলতা দেখা দেয় তখন জাতক-জাতিকার সকল বাধা অপসারণে নীলা ধারণের পরামর্শ দেওয়া হয়। নীলা যদি কারও উপকারে আসে তা হলে এটি পরিধানের পর জাতক-জাতিকা বহু ধন ও ঐশ্বর্যের অধিকারী হন। সংকটকালে জাতক-জাতিকাকে ধৈর্যধারণে ও পরিশ্রমী হতে ও মন শক্ত করে সাহসের সাথে এগিয়ে যেতে সাহায্য করে।
কিছু বিখ্যাত ব্যক্তিগণ যারা নীলা ধারণ করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপারস্টার অমিতাভ বচ্চন, তার পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন, পুত্র অভিষেক বচ্চন, সুরকার এর.আর রহমান, সনু নিগম প্রমুখ।